Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

বর্তমান কোভিট প্ররিস্থিতি এবং নির্বাচনী ইশতেহার সর্বপরি ‘মুজিববর্ষ’ বিবেচনায় রেখে মহিলা বিষয়ক অধিদপ্তারাধীন এই উপজেলার ভবিষৎত পরিকল্পনার মধ্যে রয়েছে:-

(০১) তৃণমূল পর্যায়ে দুস্থ ও অসহায় নারীদেরকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় নিয়ে আসা ।

(০২) উপজেলা্য় জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১ এবং জাতীয পরিকল্পনা ২০১৩ প্রণয়ন ও বাস্তবায়ন।

 (০৩) নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা ও wbh©vZb প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ ।

(০৪)বাল্য বিবাহ প্রতিরোধে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ অনুসরণ ও বাস্তবায়ন ।

(০৫) কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক নারীদের স্বনির্ভর করা।

 (০৬)মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন সকল অর্পিত সেবার ডাটাবেইজ তৈরী।

(০৭)অফিস ব্যবস্থাপনা ও দাপ্তরিক কাজে আধুনিকায়ন ও দাপ্তরিক সেবার মান বৃদ্ধিকরণ।

(০৮) সকল ক্ষেত্রে প্রান্তিক নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা

 (০৯) প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরী করা

(১০) কিশোর কিশোরী ক্লাব গতিশীল করার মাধ্যমে আগামী প্রজন্মের বাংলাদেশে নেতৃত্বদানকারী প্রতিনিধি তৈরী করা।